মোঃ জসিম উদ্দিন: উম্মুলকুরা মডেল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল পুরষ্কার ও ইন্টিগ্রেটেড মুসলিম এডুকেশন সোসাইটি এর মেরিট কম্পিটিশন ২০২৫ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শনিবার উম্মুল কুরা মডেল মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
উম্মুলকুরা মডেল মাদরাসা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টিগ্রেটেড মুসলিম এডুকেশন সোসাইটি এর চীফ কোÑঅডিনেটর সৈয়দ আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মুল কুরা মডেল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আল আমীন সরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ আখতারুজ্জামান উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশে বলেন- আপনাদের সন্তানদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলবেন। ইসলাম হচ্ছে অত্যন্ত সুন্দর। ইসলামের মাধ্যমেই ভালো সুন্দর মানুষ গড়ে তোলা হয়। আপনার সন্তান ভাল মানুষ না হলে আপনার জীবন সফল হবে না। আপনার জীবন ব্যর্থ। কাজেই আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। বক্তব্য শেষে বৃত্তিপ্রাপ্ত ১১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।