স্টাফ রিপোর্টার:
রায়পুরা উপজেলার চর মরজাল নুরে মদিনা মডেল মাদরাসার একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
১৪ জানুয়ারি ২০২৫ রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরজাল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ খালিলুর রহমান সরকার, রায়পুরা ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ মোস্তফা খান, সাধারণ সম্পাদক অজয় সাহা, মরজাল ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ ফায়েজ আহমেদ ও রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চর মরজাল নুরে মদিনা মডেল মাদরাসার সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা ভবন নির্মাণের মাধ্যমে এলাকার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।
মাদরাসার ভবন নির্মাণের জন্য রায়পুরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।