স্টাফ রিপোর্টার: শিবপুর উপজেলার চিনাদী বিলে “ভালোবাসার স্বপ্নচিনাদী” নামে নবনির্মিত একটি স্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৫ জানুয়ারি ২০২৬ ভালোবাসার স্বপ্নচিনাদী উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
পরে জেলা প্রশাসক শিবপুর উপজেলার দুলালপুর, মাছিমপুর ও চক্রধা ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ এবং বিভিন্ন বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গণশুনানিতে উত্থাপিত বিষয়ে সিদ্ধান্ত, মতামত ও পরামর্শ প্রদানের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়।