স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নরসিংদী জেলা শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি, চিকিৎসা সাহায্য ও কম্বল বিতরণ করা হয়েছে।
১৪ জানুয়ারী ২০২৬ বুধবার নরসিংদী কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নরসিংদী জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী। তিনি স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন গ্যালাক্সি রেস্টেুরেন্টের মালিক নাসির আহমেদ রিগান, সমিতির ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক মিয়া, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, নির্বাহী সদস্য আবু নাছেরসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
১৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি চেক, ৫৮ জন অবসরপ্রাপ্ত প্রবীণদের মাঝে প্রত্যেককে ১২ হাজার টাকা করে চিকিৎসা সাহায্যের চেক এবং ১ শত ৭৮ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।