স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ার ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলা জাতীয়তাবাদী যুবদলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নরসিংদী শহর, নরসিংদী সদর উপজেলা, মাধবদী পৌরসভা ও মাধবদী থানা যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ।
সঞ্চালনা করেন নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভূইয়া। বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূইয় সহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।