স্টাফ রিপোর্টার: নরসিংদীতে স্বাস্থ্য সেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারী ২০২৬ বুধবার নরসিংদী কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমীরুল হক শামীম। নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এন এম মিজানুর রহমান, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, নরসিংদী সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু কাউছার সুমনসহ ৬ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ। এছাড়া বক্তব্য রাখেন নরসিংদী প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার এসোসিয়েশন এর সভাপতি ডাঃ এস এম এহতেশামুল হক, সাধারণ সম্পাদক সনেট মাহমুদ নোমান।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন উপস্থিত চিকিৎসকগণ ও প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা চিকিৎসকের কাছে অসুস্থ মানুষ অত্যান্ত অসহায় হয়ে অনেক আশা নিয়ে চিকিৎসা সেবার জন্য আসে। আপনারা তাদেরকে হাসিমুখে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিবেন। আপনারা অনেক ভাল চিকিৎসা দিয়ে থাকেন। শুধু একটু ভালো ব্যবহারের জন্য চিকিৎসা সেবার বদনাম হচ্ছে। আর ক্লিনিক মালিকরা যারা আছেন তাঁদের বলবো আপনারা আপনাদের ক্লিনিক ও হাসপাতালের সকল কাগজ পত্র সঠিক রাখবেন ও চিকিৎসা সেবার মান আরো ভাল করবেন।