ন্টাফ রিপোর্টার:
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী গেরিলা মুক্তিযোদ্ধা বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নেভাল সিরাজ সড়ক নামকরণের ফলক উন্মোচন করা হয়েছে।
৬ ডিসেম্বর ২০২৫ শনিবার সকালে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ মাঠে এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বক্তব্য রাখেন।
অন্যান্যর মধ্যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, বীর প্রতীক নেভাল সিরাজ এর ছেলে মোয়াজ্জেম হোসেন, নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, ফকির আবুল কালাম আজাদ ও তোফাজ্জল হোসেন মাষ্টার প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নেভাল সিরাজের মত বীর গেরিলা মুক্তিযোদ্ধার জন্মের কারণেই এ দেশ স্বাধীন হয়েছিল। নেভাল সিরাজ নিশ্চিহ্ন হয়ে যায়নি, বিজয়ের মাসে পূনঃজাগরিত হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ ছুটিতে থাকাকালে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধ সংঘটন ও পরিচালনায় আত্মনিয়োগ করেন নেভাল সিরাজ। ৯ ও ১০ এপ্রিল ইপিআরের সাথে মিলে বাগবাড়ি- পালবাড়ি- পাঁচদোনায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেন নেভাল সিরাজ। তিনি বিশাল অস্ত্র সম্ভার গড়ে তুলেন। ছাত্র যুবকদের সংগঠিত করে তার নিজ গ্রাম নেহাবকে কেন্দ্র করে এই সড়কেরই দুই পাশের জনপদে মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য ঘাটি গড়ে তুলেন। আর এ ঘাটি এলাকা থেকে পাঁচদোনা মোড়সহ অসংখ্য মুখামুখি যুদ্ধ ও গেরিলা অপারেশন পরিচালনা করেন।