রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
“খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানে অনুষ্ঠিত টুর্ণামেন্টে বাঘাইকান্দি কাজী বাড়ী তরুণ সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা। ফাইনাল খেলা উদ্বোধন করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান।
চর আড়ালিয়া কান্দাপাড়া বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঘাইকান্দি কাজী বাড়ী তরুণ সংঘ ১-০ গোলে চর আড়ালিয়া বন্ধু ক্লাব ক্লাবকে পরাজিত করে।
রায়পুরা সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সবুজের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাঃ মাসুদা জামান।
রায়পুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, এনটিভির রায়পুরা প্রতিনিধি সাংবাদিক মোঃ ফরহাদ আলম, সাবেক মেম্বার মোসলেম মোল্লা ও আফরোজা বেগমসহ এলাকার শত শত মানুষ খেলা উপভোগ করেন।