নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা তথ্য অফিস আয়োজিত শিবপুর উপজেলায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে অবহিতকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার আয়ুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। জেলা তথ্য অফিসার মোঃ ওবাইদুল কবির মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আয়ুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আলতাফ হোসেন, সহকারী তথ্য অফিসার আবু রায়হান মোঃ আসাদুজ্জামান, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, আয়ুবপুর ইউনিয়ন পরিষদের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে- গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ উৎসবমূখর পরিবেশে যোগ্য প্রার্থীকে ভোটদানের জন্য একইসাথে “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য আহ্বান জানান।
প্রস্তাবসমূহে সম্মতি থাকলে এবং সংস্কার ও পরির্বতনের জন্য হ্যাঁ ভোট দেওয়ার পরামর্শ দেওয়া হয়।