শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার দু’টি স্থানে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ অর্থসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেলে শিবপুর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদী সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলো, শিবপুর থানার কারারচর গ্রামের জামাল উদ্দিন খোকা, তার স্ত্রী সেলিনা বেগম, শাহাপুর গ্রামের সম্পা আক্তার, জাঙ্গাইলা গ্রামের আলমগীর হোসেন, শামসুন নাহার, আজিজুল মিয়া ও ফয়সাল মিয়া। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর শাহপুর এলাকায় অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয় ।
এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগজিন, দুটি শর্টগানের কার্তুজ, ফেন্সিডিলসহ দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান জানান, গত মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তাদের শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।